ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ছাত্রলীগে বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ৭ মে ২০১৭ | আপডেট: ১৯:১৪, ৭ মে ২০১৭

শুধু কমিটি স্থগিত করাই যথেষ্ট নয়, ছাত্রলীগে বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ বই বিতরণ উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। দল ভারী করার জন্য পরগাছাদের স্থান দেয়ার কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিশৃঙ্খলা বন্ধ করতে হলে ছাত্রলীগে গ্রুপিং রাজনীতি বন্ধ করতে হবে। সাবেক নেতা-কর্মীদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণেরও নির্দেশ দেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি