ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৩১, ১৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে তাকে স্বপদে পুনর্বহাল করেছে সংগঠনটি।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানে  এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার সুফিয়া কামাল হলের নির্যাতনের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল ছাত্রলীগ। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে তাকে নির্দোষ দাবি করা হলে আজ আবার তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে এক ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি