ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগে শিক্ষক কারাগারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ১৫ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

নোয়াখালীর চাটখিলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাজমুল হাসান নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে তাকে আদালতে তোলা হলে চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা রুমি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকালে শিক্ষক নাজমুল হাসানকে উপজেলার সোমপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভুক্তভোগীর ছাত্রীর মায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার নাজমুল হাসান সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। পাশাপাশি একটি কোচিং সেন্টার পরিচালনা করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রীকে শিক্ষক নাজমুল হাসান তার কোচিং সেন্টারে ডেকে নেন। পরে কেউ না থানার সুযোগে শ্লীলতাহানি করেন। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের শিক্ষার্থীসহ পথচারীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ থানায় অভিযোগ করেও প্রভাবশালী একটি মহলের চাপে কোনো প্রতিকার পাচ্ছিলেন না। পরে মঙ্গলবার সকালে সোমপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বিদ্যালয়ের গেটে তালা দেন এবং নাজমুলের কোচিং সেন্টারে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্তর বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বলেন, আসামি নাজমুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি