ছাত্রী নির্যাতন: ছাত্রলীগের তদন্ত কমিটি গঠন
প্রকাশিত : ১৮:৫৮, ১২ এপ্রিল ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন-কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি নুসরাত জাহান নূপুর, সহসভাপতি নিশীতা ইকবাল নন্দী, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
তদন্ত কমিটির অন্যতম সদস্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স গণমাধ্যমকে জানান, তদন্ত চলছে। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ যে, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাবির সুফিয়া কামাল হলে উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোরশেদা বেগমকে হল ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশা ডেকে নিয়ে মারধর ও নির্যাতন করেন। এশার বিরুদ্ধে অভিযোগ উঠার পরপরই ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেন। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এশাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়।
এমএইচ/এসি
আরও পড়ুন