ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ছাত্রী নিহতের ঘটনায় উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৫, ৩১ অক্টোবর ২০২৪

বাস চাপায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম। নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের। এছাড়া বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে তারা। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। এসময় শিক্ষার্থী নিহতের জড়িতদের বিচারের দাবিসহ কয়েক দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। 

নিহত ফৌজিয়া মিমের জানাজার নামাজ সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের সামনে অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে মাইশার মৃত্যু হলে ঘাতক নারায়ণগঞ্জ বাস জ্বালিয়ে দেওয়া হয়। পরে টানা পাঁচ ঘন্টা মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাস ভবন ঘেরাও করে রাখে উত্তেজিত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মাইশা মিমকে হত্যা করা হয়েছে, এটি কোন দুর্ঘটনা নয়। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে বিচার করতে হবে। নিহত পরিবারকে ক্ষতিপূরণ, নিরাপদ সড়কসহ বাস মালিককে হাজির করার কথাও জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, পুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে। তাকে ধরার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে পুলিশ প্রশাসন। আমরা শিক্ষার্থীদের দাবিসহ মাইশার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। বাস মালিককে দ্রুত সময়ের মধ্যে হাজির করা হবে। এছাড়া নিরাপদ সড়কসহ শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করার ব্যবস্থা করেছি।

নিহত মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি