ছাল-বাকল মিলে ঐক্য করেছে: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৬:৩৪, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:০৮, ২৩ অক্টোবর ২০১৮
গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদের সঙ্গে বিএনপির ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাল-বাকল মিলে ঐক্য করেছে। এখানে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসের মামলার দণ্ডপ্রাপ্ত, দুর্নীতির মামলার দণ্ডিতরা রয়েছেন। সবগুলো মিলে এক হতে পেরেছে এটিই ভালো।
আজ সোমবার বিকাল ৪ টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত সৌদি আরব সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঐক্যফ্রন্টের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এই ঐক্যকে দেশের মানুষ কিভাবে নেবে সেটাই দেখার বিষয়। কারণ এই জোটে তো এমন লোকজনও আছে যারা নারীদের কটুক্তি করেন প্রকাশ্যে। এদের চরিত্র সম্পর্কে দেশের মানুষ ভালো জানেন।
দেশে গণতন্ত্র শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র আছে বলেই তো জোট হচ্ছে। নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হতে পারছে দলগুলো।
প্রসঙ্গত, সৌদি আরবে চার দিনের সরকারি সফর শেষে গত শুক্রবার মধ্যরাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে তিনি এ সফরে গিয়েছিলেন।
/ এআর /
আরও পড়ুন