ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ছাড়পত্র পেল ‘আমি নেতা হবো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সেন্স বোর্ডের ছাড়পত্র পেল শাকিব খান ও মিম অভিনীত চলচ্চিত্র ‘আমি নেতা হব’। কোনো ধরনের কর্তন ছাড়াই ছাড় পত্র পেল ছবিটি।

এ বিষয়ে সেন্সর বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সি বলেন, “ছবিটি সেন্সরের জন্য ২১ ডিসেম্বর জন্য জমা দেওয়া হয়। শনিবার সরকারি ছুটি হলেও জরুরি কাজের জন্য সেন্সর বোর্ডের অফিস খোলা ছিল। তাই এই দিনই ছবিটির ছাড়পত্রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। ছবিতে শাকিব-মিম ছাড়াও আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াতসহ অনেকে। আগামী ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

 

এসি/ টিকে

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি