ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ছেলেকে খুঁজছেন বাবা

প্রকাশিত : ১৯:১১, ২১ ফেব্রুয়ারি ২০১৯

তানজীর হাসান রোহান। বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাুউথ ইউনিভার্সিটিতে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়ছে। গতকাল দুপুরে বাসা থেকে বের হয়েছিল। সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা হয়েছিল। বলেছিল টেনশন করো না। সঙ্গে বন্ধুরা আছে।

দুটি মোটরসাইকেলে করে তারা বাসার দিকে ফিরছিল। প্রথম মোটরসাইকেলে ছিল রোহান ও তার বন্ধু আরাফাত। আরাফাতের লাশ পাওয়া গেলেও এখনো রোহানের লাশ পাওয়া যায়নি।

পেছনের মোটরসাইকেলে থাকা বন্ধুরা জানায় তারা সামনের মোটরসাইকেলটিকে ভীড়ে হারিয়ে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে তা বলতে পারছে না। আর সেই সন্তানকে খুঁজছেন সেই বাবা।

বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দ কুমার দত্ত সড়কের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে হেলিকপ্টারে করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

অবশেষে ১০ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ৮১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি