ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলেকে নিয়ে ঢাকা শহর ঘুরলেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চিত্রনায়ক শাকিব খান ‘নোলক’ ছবির শুটিংয়ের ফাঁকে হায়দরাবাদ থেকে গত সপ্তাহে ঢাকায় ফিরে অপু বিশ্বাস ও তার শিশুপুত্র জয়ের সঙ্গে দেখা করেন। ছেলেকে নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় গাড়িতে করেও ঘুরে বেড়ান তিনি। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা যায়, সাদা পাজামা আর পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন শাকিব খান। নিজের কালো রঙের গাড়ির সামনে ছেলে জয়কে ধরে রেখেছেন, যেন পড়ে না যায়। বাবার সান্নিধ্যে জয়ও আপন মনে খেলা করছে, হাতে রয়েছে খেলনা।

২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব-অপু। চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে ছয় মাস বয়সী ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে হাজির হন অপু। বিয়ের খবর জানাজানির ৮ মাসের মাথায় চলতি মাসে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান।

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি