ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিখোঁজ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ১৯ আগস্ট ২০১৯

ঝালকাঠির নলছিটিতে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন বাবা লিটন শিকদার(৩৬) নামে এক জেলে।ছেলে রামিনকে(৬)অপর এক জেলে উদ্ধার করায় প্রাণে বেঁচে গেছে।উপজেলার চাঁনপুরা গ্রাম সংলগ্ন বিষখালী নদীতে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ জেলে লিটন শিকদারের সন্ধানে সোমবার সকাল থেকে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।নিখোঁজ লিটন শিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আজিজ শিকদারের ছেলে।
 
ফায়ার সার্ভিস ও স্থানীয়দেরসূত্রে জানা গেছে, ওইদিন দুপুর ২টার দিকে লিটন তার ছেলে রামিনকে সঙ্গে  নিয়ে একটি নৌকায় বাড়ির কাছের ওই নদীতে মাছ ধরতে যায়।মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়।এসময় ছেলেকে বাঁচাতে লিটন নদীতে ঝাঁপ দিয়ে নিজেই ডুবে যায়।

এঘটনা দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা জেলে জালাল হোসেন নৌকা নিয়ে  রামিনকে উদ্ধার করে
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান,খবর পেয়ে সোমবার দুপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে উদ্ধার কাজ চালাচ্ছেন।তবে নদীতে জোয়ার থাকায় এখনো নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি