ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলের পরিচালনায় কুমার বিশ্বজিৎ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:১২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে কুমার নিবিড় বাবাকে নিয়ে নির্মাণ করেছেন নতুন একটি গানের মিউজিক ভিডিও। ‘প্রশ্নই ওঠে না’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছিল গত বছরের মাঝামাঝি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও বাংলাদেশের কয়েকটি জায়গায় হয়েছে শুটিং। আর গানটি প্রকাশিত হয়েছে চলতি বছরের ভালোবাসা দিবসে। এ গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরায়জি। সুর ও সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। রেকর্ডিং হয়েছে ভারতের কলকাতায়।

ছেলের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুগ্ধ বিশ্বজিৎ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওর বয়স মাত্র ১৬-তে পড়ল। এই বয়সে ওর আগ্রহ ও বিচক্ষণতা আমাকে মুগ্ধ করেছে। এটা যে ওর প্রথম কাজ, দেখলে মনে হবে না। আর আমি ওকে কোনো কিছুতে বাধা দেই না। বাবা হিসেবে ওকে বরাবরই উৎসাহ দেই।’

কুমার বিশ্বজিৎ জানান, নিবিড় এর আগে চলচ্চিত্রে অভিনয় করেছে। বাবার সঙ্গে গলা মেলানোর চেষ্টাও করে মাঝে মধ্যে। এবার মিউজিক ভিডিও পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবেও নিজের নাম লেখালেন।

গানটি দেখতে ভিডিওটি ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি