ছোট জামাকাপড় পড়লেই সেটা বোল্ড হয়ে যায় না : স্বস্তিকা
প্রকাশিত : ১০:৪৩, ৩০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:৪৩, ৩০ অক্টোবর ২০১৭
স্বস্তিকা মুখোপাধ্যায়। কলকাতার অভিনেত্রী। তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ ইতিমধ্যে টালিগঞ্জে হইচই ফেলে দিয়েছে। সেখানে স্বস্তিকার চরিত্র ছিল ‘উমা বৌদি’। সেই সূত্র ধরে স্বস্তিকাকে সবাই এখন ‘বৌদি’ বলেই সম্বোধন করছেন। এ চরিত্রে তাকে পাওয়া গেছে আবেদনময়ী হিসেবে। কেউ কেউ এটা নিয়ে আবার সমালোচনাও করছেন।
তবে এসব সমালোচকদের পাত্তাই দিচ্ছেন না অভিনেত্রী। বিষয়টি নিয়ে স্বস্তিকা কলকাতার একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, ছোট জামাকাপড় পরলেই সেটা ‘বোল্ড’ হয়ে যায় না! চুমু খেলেই জাত যায় না। অভিনয়ের জন্য চুমু খাওয়া ব্যাপার না। এটা তেমন জটিল কিছু নয়।
এ নায়িকা আরও বলেন, ‘একটা ছবি যখন প্রাপ্তবয়স্কদের জন্য বানানো হয় তখন কোনো বিশেষ চরিত্র নয়, গোটা সিনেমাটাই বোল্ড হয়, জামাকাপড় বা ডায়ালগেও।’
স্বস্তিকা বলেন, ‘দুপুর ঠাকুরপো’ করার সময় একটাই কথা আমাদের মাথায় ছিল এটা যেন স্লিজি না হয়। মানে ভীষণ আপত্তি থাকবে বা বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কথা বলা যাবে না তা নয়। এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা থাকতে হবে। সেটাই আছে পুরোপুরি।
‘বোল্ড’ শব্দটা আসলে কী? স্বস্তিকার ভাষ্য, আমার ‘বোল্ড’ শব্দটা নিয়ে আপত্তি রয়েছে। বিশেষ করে কলকাতার প্রেক্ষাপটে এই শব্দটার আসল মানে কি সেটা বোঝা মুশকিল।
সূত্র : ইন্ডিয়া টুডে
এসএ/ এআর