ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জকোভিচের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১১ সেপ্টেম্বর ২০২৩

ইউএস ওপেন টেনিসের শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। এটি তার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম। এর মধ্য দিয়ে মার্গারেটকে ছুঁলেন নোভাক জকোভিচ।

ইউএস ওপেনের ফাইনালে ড্যানিল মেদভেদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন জকোভিচ। ফলে কোন সুযোগই পাননি রুশ তারকা মেদভেদ। 

৬-৩, ৭-৬ ও ৬-৩ গেমে ম্যাচটি জেতেন জকো। দু’বছর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন দু’জন। সেবার এই মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জকোভিচকে।

৩৬ বছর বয়সী সর্বকালের অন্যতম সেরা এই সার্বিয়ান টেনিস তারকা ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকেও ছাপিয়ে গেলেন তিনি। 

গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় রাফায়েল নাদাল (২২) এবং রজার ফেদেরারকে (২০) আগেই পেছনে ফেলে দিয়েছিলেন জকোভিচ। রোববার ছুঁয়ে ফেললেন পুরুষ-নারী নির্বিশেষে সবচেয়ে বেশি সিঙ্গেলসে গ্র্যান্ড স্ল্যামের মালিক মার্গারেট কোর্টকে।

জকোভিচ এখন বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি