ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা ধর্মঘটের পাশাপাশি রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে

প্রকাশিত : ১৪:৪৯, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৯, ২৩ আগস্ট ২০১৬

মিছিলে পুলিশী বাধার প্রতিবাদ ও আবাসিক হল নির্মাণের দাবিতে ধর্মঘটের পাশাপাশি রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা। এতে পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আশপাশের রাস্তায় যান চলাচল ও দোকান পাট হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ের সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার মোড় অবরোধ করেন। এসময় বেশীর ভাগ ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেন তারা। অবরোধে যাত্রাবাড়ী, বাবুবাজার ব্রিজ ও গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এসব সড়কে বেশির ভাগ দোকানও বন্ধ রয়েছে। এ সময় গতকাল পুলিশী হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষনা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পুলিশ বলছে আইন শৃংখলা রক্ষায় কেবল দায়িত্ব পালন করছেন তারা। পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নামে এবং কেরানী গঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় হল নির্মানের দাবীতে টানা ১৯ দিন ধরে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি