জঙ্গিদের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধীদের রক্ষা করা
প্রকাশিত : ১৮:৩১, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৩১, ২১ জুলাই ২০১৬
গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী জঙ্গিদের মূল উদ্দেশ্য ছিল সরকার উৎখাত করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা, এমন মন্তব্য করেছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন সাহাব উদ্দিন আহমেদ বীর উত্তম।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইসলামের নাম ব্যবহার করে এবং ধর্মের অপব্যাখা দিয়ে নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে জঙ্গীরা । জঙ্গীদমনে সরকারের পাশে থাকার কথা জানিয়ে, তিনি বলেন কোন ষড়যন্ত্রই দেশকে অস্থিতিশীল করতে পারবে না । এসময় উপস্থিত ছিলেন- খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহজাহান কবীর বীর প্রতীক, সেক্টর লিডার (অব.) লিয়াকত আলী বীর উত্তমসহ অনেকে ।
আরও পড়ুন