ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

জঙ্গিবাদীদের কালো হাত গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারী

প্রকাশিত : ১৫:১৪, ২৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১৪, ২৫ জুলাই ২০১৬

জঙ্গিবাদীদের কালো হাত গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারীর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। যেকোনো মূল্যে জঙ্গিদের উস্কানীদাতা ও অর্থ যোগানদাতাদের নির্মূলের দাবিও জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গিবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সকাল ১১ টা  থেকে ১২ পর্যন্ত সব ক্লাস স্থগিত রেখে মানববন্ধনে করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলেন, দেশের মাটিতে জঙ্গিবাদীদের ঠাই নেই। দেশ এদের কাছে হারবে না। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক বাংলা ও ইতিহাস বিভাগ চালু করার আহ্বান জানিয়ে তারা বলেন, দেশীয় সংস্কৃতি ধরে রাখতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে মৌলবাদী-জঙ্গীবাদী শিক্ষকদের চিরুনী অভিযান চালিয়ে বের করে দেয়ারও আহ্বান জানান তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি