ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ সন্ত্রাসের কারণেই মুক্তচিন্তার তরুণ ও বুদ্ধিজীবীদের প্রাণ যাচ্ছে মন্তব্য করেন ড. অজয়

প্রকাশিত : ১৮:৫৮, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ২১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Dr Ajayজঙ্গিবাদ সন্ত্রাসের রুদ্র রূপের কারণেই মুক্তচিন্তার তরুণ ও বুদ্ধিজীবীদের প্রাণ যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ড. অজয় রায়। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ের বাংলা’য় সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের ৪র্থ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেসময় তিনি দেশের এই অবরুদ্ধ অবস্থা থেকে বের হওয়ার জন্য ছাত্রসমাজকে রাজপথে নামার আহবান জানান। এছাড়া দেশের একটা মানুষ যেন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে না হয়, এই জন্য দুর্বার আন্দোলনের আহবান জানান বক্তারা। সম্মেলনে ভারত, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি