`জঙ্গিবা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে`
প্রকাশিত : ১৭:৪৭, ১৫ এপ্রিল ২০১৭
জঙ্গিবা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এ জন্যে নগরবাসীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সকালে নগর ভবনে জঙ্গিবাদ ও মাদক বিরোধী র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাশাপাশি নিজের সন্তানকে মাদকের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে সবাইকে এক সাথে কাজ করারও আহবান জানান তিনি। পরে নগরীতে জঙ্গিবাদ এবং মাদক বিরোধী র্যালী বের হয়। র্যালীতে সিটি কর্পোরেশনের ঠিকাদার সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আরও পড়ুন