জটিল রোগ হাইপোক্যালামিয়ায় আক্রান্ত মাসুদা
প্রকাশিত : ১৫:৫২, ৩০ জুলাই ২০১৯
জটিল রোগ হাইপোক্যালামিয়ায় আক্রান্ত রাজশাহীর পবার বারইপাড়া গ্রামের গৃহিণী মাসুদা। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা। এই ব্যয়ভার বহন করার সার্মথ্য নেই পরিবারটির। সহযোগিতা চেয়েছেন তারা প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছ থেকে।
শরীরে পটাশিয়ামের মাত্রার বৃদ্ধিকে ‘হাইপারকোমিয়া’ এবং স্বল্পতাকে ‘হাইপোক্যালেমিয়া’ বলা হয়। সাধারণত শরীরে সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়ামের ভারসাম্যহীনতায় এই রোগ দেখা দেয়। দীর্ঘদিন ধরে ক্যালশিয়ামের মাত্রা বেশি থাকলে রোগী কোমায় চলে যেতে পারেন, থাকে মৃত্যুর আশংকা।
এই রোগে আক্রান্ত রাজশাহীর বারইপাড়া গ্রামের গৃহিনী খায়রুন নাহার মাসুদা। ২০০৭ সালে তার হাইপোক্যালামিয়া ধরা পড়ে। সমস্যা দেখা দেয় লিভার, কিডনি, হার্ট ও পাকস্থলীতে। ছয় মাস আগে ধরা পড়ে লিভার সিরোসিস।
চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসায় সেরে উঠতে পারেন মাসুদা। প্রয়োজন লিভার পরিবর্তন।
চিকিৎসায় দরকার ৪০ লাখ টাকা। প্রায় ১২ বছর ধরে মাসুদার চিকিৎসা ব্যয় নির্বাহে স্বর্বশান্ত তার পরিবার।
বাঁচতে চান মাসুদা। প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি। আমরা কি পারি না তাঁর প্রতি মানকিতার হাত বাড়িয়ে দিতে?