ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জনগণের প্রতি ভরসা রেখেই নির্বাচনে আসুন : নাহিদ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী নির্বাচনে অংশ গ্রহণের জন্য বিরোধী দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন।    

তিনি বলেন, ‘আন্দোলনের মাধ্যমে দেশের ক্ষতি করে কোন লাভ নেই। জনগণের উপর ভরসা রেখে নির্বাচনে আসুন। নতুবা রাজনীতির মাঠ থেকে আপনারা দেউলিয়া হয়ে যাবেন।’

নুরুল ইসলাম নাহিদ আজ সোমবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমদাদ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর, ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও শাহজালাল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পরবর্তী এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিই হচ্ছে শেখ হাসিনার সরকারের মূলনীতি। কারণ দুর্নীতি উন্নয়নের পথে প্রধান অন্তরায়। তাই, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স।

তিনি বলেন,শেখ হাসিনা আগামীতে আবারো ক্ষমতায় এলে বাংলাদেশ হবে অনিয়ম ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা।
শিক্ষামন্ত্রী বলেন,‘রূপকল্প-২০২১ ঘোষণা করে আমরা ক্ষমতায় এসেছি। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। আমরা মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি।’

পরে তিনি উপজেলার বাগলা আরাবীয়া হাফিজিয়া দাখিল মাদরাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানে শিক্ষামন্ত্রী স্থানীয় পর্যায়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দেন।

তিনি বলেন,‘১৯৯৬ সালে আমরা যেসব উন্নয়ন করেছিলাম ২০০১ পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তা বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে উন্নয়ন কাজ শুরু করে।’

শিক্ষামন্ত্রী বলেন, আগে শিক্ষা পেতে হলে সরকারযন্ত্রের কাছে করুণার হাত পাততে হতো। আর এখন মানুষ জেনে গেছে, শিক্ষা করুণা নয়; অধিকার।

নাহিদ বলেন, সরকার চায়, ‘আমাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে আলোকিত করুক। তাদের হাত ধরে গড়ে উঠুক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।’

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বদরুল ইসলাম সুয়েব, শিক্ষা প্রকৌশল বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এসি   
 

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি