ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জনগণ বিএনপির ‘লন্ডন মার্কা’ সহায়ক সরকার চায় না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১০:১১, ২২ জুলাই ২০১৭

বিএনপির ‘লন্ডন মার্কা’ নির্বাচনী সহায়ক সরকার জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে বসে বিএনপির সহায়ক সরকারের রূপরেখা তৈরির যোগ্যতা না থাকায় লন্ডন টেমস নদীর পাড়ে বসে নির্বাচনী সহায়ক সরকারের রূপরেখা তৈরি করছে।

তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ে এবং সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে। এরপরও বিএনপি কেন ভয় পাচ্ছে তা আমাদের বোধগম্য হচ্ছে না। নির্বাচনে হেরে যাবে ভেবেই তারা নানা ছলচাতুরি শুরু করছে বলেও জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি