ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জনপ্রিয় উপস্থাপক ফেরদৌস বাপ্পী আইসিইউতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৮ জুন ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জনপ্রিয় উপস্থাপক ফেরদৌস বাপ্পী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

উপস্থাপক ফেরদৌস বাপ্পী করোনায় আক্রান্ত হন গত সপ্তাহে। তার এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বাপ্পী এখন ভেন্টিলেশনে রয়েছেন। তার জন্য প্লাজমা প্রয়োজন। কেউ সহযোগিতা করতে চাইলে হাসপাতালে যোগাযোগ করতে পারেন। হাসপাতালের সিট নম্বর পিসিসি-৩।’

প্রসঙ্গত, ফেরদৌস বাপ্পী বর্তমানে বাংলাভিশনের লাইভ অনুষ্ঠান ‘প্রিয়জন এইসময়ে’ উপস্থাপনা করতেন। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয় হয়েছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি