ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জনপ্রিয় হয়ে উঠছে জিংক সমৃদ্ধ ধান চাষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২৪ মে ২০১৮ | আপডেট: ১০:০৫, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

লালমনিরহাটে কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে জিংক সমৃদ্ধ ধান চাষ। অন্যান্য জাতের চেয়ে এই ধান চাষে খরচ কম আর ফলন হয় বেশি। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র উদ্ভাবিত এ’ ধান চাষে লাভবান হচ্ছে কৃষক।

বাড়তি লাভের কারণে লালমনিরহাটের কৃষকরা আগ্রহী হয়ে উঠছে জিংক সমৃদ্ধ ধান চাষে।

বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত জিংক সমৃদ্ধ বিরি-৬২ ও বিরি-৭৪ জাতের ধান চাষে খরচ কম। ফলনও বেশি।

২০১৩ সালে জেলায় মাত্র ৫০ জন কৃষক এই জাতের ধান চাষ শুরু করেন। এ’বছর ১২শ’ কৃষক এই ধান চাষ করেছেন।

তবে, এ’ জাতের ধানের বীজ এখনো বাজারে আসেনি। একটি বেসরকারি সংস্থা লালমনিরহাটে বিনামূল্যে কৃষকদের বীজ ও কারিগরি সহায়তা দিচ্ছে।

জিংক সমৃদ্ধ ধানের বীজ বাজারে আনতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে চাষীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি