ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জনবল নিয়োগ দেবে বিআরটিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২১ মার্চ ২০১৮

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং এসইআইপি-এর যৌথ উদ্যোগে মোটরযান ড্রাইভিং ও রক্ষাণাবেক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে ৩ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

হিসাবরক্ষক পদে ১ জন

যোগ্যতা

বি.কম (সম্মান) একাউন্টিং/বিবিএ (ফিনান্স)। এছাড়াও হিসাব এবং নিরীক্ষা কাজসহ প্রকল্পের কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

বেতন

৩০,০০০ টাকা

পদের নাম ও সংখ্যা

কম্পিউটার অপারেটর পদে ১ জন

যোগ্যতা

কমপক্ষে এসএসসি পাস হতে হবে। প্রকল্প সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনার জন্য কম্পিউটারে দক্ষতাসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজি টাইপ আইটি ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

বেতন

২৫,০০০ টাকা

পদের নাম ও সংখ্যা

অফিস সহায়ক পদে ১ জন

যোগ্যতা

কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। ডেস্ক পরিষ্কার পরিচ্ছন্ন করাসহ আনুষাঙ্গিক কাজ করার আগ্রহ থাকতে হবে। ডাক ও মেইল গ্রহণ বিতরণ করাসহ ৩ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয় হবে।

বেতন

১০,০০০ টাকা

আবেদনের নিয়ম

আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারীর দফতরে কুরিয়ার সার্ভিস/ডাকযোগে পৌঁছাতে হবে। কর্ণেল মো: মাহবুবুর রহমান, পরিচালক (কারিগরি) বিআরটিসি।

আবেদনের সময়সীমা

আগামী ১২ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

সূত্র: যুগান্তর, ২১ মার্চ ২০১৮, পৃ.৩

একে//টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি