ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্ডিস রোগের জন্য মালা পড়া ভিত্তিহীন

প্রকাশিত : ১০:৩৭, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

মানব শরীরের গুরুত্বপূর্ণ রোগ লিভার। লিভারের রোগগুলোর অন্যতম হলো জন্ডিস। গ্রামাঞ্চলে দেখা যায়, জন্ডিস হলে নানা রকম গ্রামীণ চিকিৎসা দেওয়া হয়। যেমন- মালা পড়া, হাত ধোয়ানো ইত্যাদি। এগুলো সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও ভিত্তিহীন। এগুলোর কোনও সুফল নেই।

কিছু কিছু ব্যাপার খুব খারাপ। যেমন গাছ গাছড়ার ওষুধ খাইয়ে দেওয়া। এটা খুব বিপজ্জনক। এর ফলে কিডনি বা লিভার ফেইলিউর পর্যন্ত হয়ে যেতে পারে। আবার কিছু কিছু চিকিৎসা পদ্ধতি খুব অমানবিক। যেমন মরিচ পুড়িয়ে নাকে দেওয়া, পয়সা পুড়িয়ে ছ্যাঁকা দেওয়া - এ ধরনের কাজগুলো অবশ্যই পরিত্যাজ্য।

আমি বলি কেউ যদি মালা পড়তে ইচ্ছা হয় তাহলে পড়েন। কিন্তু কেউ এটাকে চিকিৎসা মনে করে পড়বেন না। তাহলে হিতে বিপরীত হবে। আর মরিচ পোড়া বা ছ্যাঁকা দেওয়া এসব চিকিৎসা রোগীর উপর ভয়ানক মানসিক প্রভাব ফেলার ঝুঁকি থাকে যা কাটিয়ে উঠতে অনেক সময় দীর্ঘদিন সময় লাগে।

লেখক: চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আআ//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি