ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জন্মদিনে এতিমদের সঙ্গে সময় কাটাবেন পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫০, ১০ সেপ্টেম্বর ২০১৮

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপির জন্মদিন আজ। দিনটিতে বিশেষ কোনও আয়োজন না থাকলেও একটি এতিমখানায় বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন তিনি। তাদের মাঝে খাবার বিতরণ করবেন নায়িকা।

জন্মদিনে পপির চাওয়া আগামীদিনেও দর্শকদের জন্য কিছু ভালো চলচ্চিত্র উপহার দেয়ার। এমন কাজ করতে চান যা তাকে মানুষের মাঝে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আগমন ঘটে পপির। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় নায়ক ওমর সানি। প্রথম সিনেমা ব্যবসা সফল হওয়াতে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

এরপর ১৯৯৮ সালে নায়ক রিয়াজের বিপরীতে ‘বিদ্রোহ চারিদিকে’, ১৯৯৯ সালে মান্নার বিপরীতে ‘কে আমার বাবা’ ও ‘লাল বাদশা’, গার্মেন্টস কন্যাসহ অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

শুধু ব্যবসা সফল সিনেমাই নয় ‘কারাগার’ (২০০৩), ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) ও ‘গঙ্গাযাত্রা’ (২০০৯) এই তিনটি চলচ্চিত্রে ভালো অভিনয়ের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন খুলনার মেয়ে পপি।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি