ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জন্মদিনে পরিবহন শ্রমিকদের পাশে দক্ষিণ যুবলীগ নেতা গাজী বাবু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৫ জুলাই ২০২১

লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে নিজের জন্মদিন উৎযাপন করলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

সোমবার (৫ জুলাই) জন্মদিন উপলক্ষে রাজধানীর দয়াগঞ্জস্থ লেগুনা পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে চাউল, ঢাল, আলু, বেগুন, পটল, ধুন্দুল, কাকরোল, ঢেঁড়স,  করোলা, কাঁচকলা, কাঁচামরিচ, শাকের মধ্যে রয়েছে- লালশাক, পুঁইশাক, কলমিশাক ইত্যাদি।

খাদ্য সামগ্রী বিতরণকালে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্ব মানবিক যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে আছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা যুবলীগের নেতাকর্মীরা এই করোনাকালীন সময়ে অসহায়, হতদরিদ্র মানুষের পাশে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে প্রয়াস তা বাস্তবায়নে পরশ-নিখিলের নেতৃত্ব যুবলীগ অঙ্গিকারবদ্ধ।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর জন্মদিন উপলক্ষে পুরান ঢাকার সুত্রাপুর থানাধীন লক্ষীবাজারে সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ১০ রকমের টাটকা সবজি বিতরণ করে স্থানীয় যুবলীগ নেতারা। পথচারী, রিকশাওয়ালা, হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কাঁচা তরি-তরকারি, শাকসবজিসহ, করোনা প্রতিরোধক সামগ্রী মাস্ক বিতরণ করা হয়। এ সময় দুই শতাধিক মানুষের মাঝে এসব বিতরণ করা হয়েছে। 

লক্ষীবাজারে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউসার হক, ৪৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা আফজাল খান, শংকর কান্তি, মাসুদ রানা, মো. লিটন শেখ, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তিসহ অন্যরা।

অন্যন্য আয়োজনের মধ্যে পুরান ঢাকার সামাজিক সংগঠন মাঞ্জা গ্রুপের প্রধান উপদেষ্টা গাজী সারোয়ার হোসেন বাবুর জন্মদিনে ঐতিহ্যবাহী কে এল জুবলী স্কুল এন্ড কলেজ মাঠে  বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি