ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবিতে নতুন তিন সিন্ডিকেট সদস্য মনোনয়ন 

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ১২ জুন ২০২৪

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন তিনজনকে সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেয়া হয়েছে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো.আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মনোনীতরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১৭(১) (জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৬৩তম সভার ৭নং সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী দুই বছরের জন্য তাদের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

এ মনোনয়ন ১০ জুন থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি