ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

জবিতে ভাষা শহীদ রফিক স্মৃতি পরিষদের যাত্রা শুরু 

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিবর্গদের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ভাষা শহীদ রফিক স্মৃতি পরিষদ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও প্রক্টর ড. মোস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্মৃতি পরিষদের আহ্বায়ক কমিটি।

এসময় ভাষা শহীদ রফিক স্মৃতি পরিষদের আহবায়ক রকি আহমেদ, যুগ্ম আহ্বায়ক কে. এম নাবিউল হাসান, সদস্য সচিব জাকির হোসেন রানুসহ ইমরান হুসাইন, শাহাদাত হোসের অনু, পারভেজ হাসান, আরোবী লাবনী সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ভাষা শহীদ রফিক তৎকালীন জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। সবার মাঝে ভাষা শহীদ রফিক ও ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দাও। তোমাদের প্রতি শুভকামনা রইলো।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সৌজন্য সাক্ষাতে বলেন, ভাষাশহীদ রফিককে নিয়ে এমন উদ্যোগ অনেক আগেই নেয়ার দরকার ছিল। তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি