ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবিতে ভিসি-ট্রেজারারের বাবুর্চির বেতন নিয়ে বিতর্ক

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ১৬ মে ২০২৩

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি ও ট্রেজারারের বাসভবনে বাবুর্চি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু ট্রেজারারের বাসভবনের বাবুর্চির বেতনের থেকে ভিসির বাবুর্চির বেতন বেশি নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। 

শিক্ষার্থীরা অভিযোগ করে বলছেন, বিশ্ববিদ্যালয়গুলো যেখানে বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা দিচ্ছে, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই পদের দুই কর্মচারীর ভিন্ন ভিন্ন বেতন নির্ধারিত হয়েছে।

যদিও জবি কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী ওই দুই পদের বেতন নির্ধারণ করা হয়েছে। তবে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়ে এ বৈষম্য দূর করার সম্ভব বলেও মন্তব্য করেছেন জবি প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্তারা।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বলছেন, ভিসির বাবুর্চিও রান্না করবেন, ট্রেজারের বাবুর্চিও রান্না করবেন। কিন্তু ভিসি স্যারের বাসার বাবুর্চির বেতন বেশি ধরার বিষয়টি বিতর্কিত। দুটি পদের ক্যাটাগরি একই। একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। তবুও দুইজনের বেতন ভিন্ন। বিষয়টি জবি ক্যাম্পাসে ‘হট টপিকে’ পরিণত হয়েছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, সর্বোচ্চ বিদ্যাপীঠে বৈষম্য দূর করার শিক্ষা দেয়ার কথা। কিন্তু এখানে যা দেখছি, বসের পদের ওপর ভিত্তি করে কর্মচারীর বেতন নির্ধারণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় যদি এমনটা করে, তবে শিক্ষার্থীরা শিখবে কি। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সার্ভিস রুলস প্রণয়ন কমিটিতে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা (বাবুর্চি পদে দুই বেতন) ইউজিসি থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে। আমরা সেভাবেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। তবে একই পদে দুই গ্রেড থাকাটা এক রকম বৈষম্য বলে স্বীকার করেছেন তিনি। 

বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটা বৈষম্য, তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট চাইলে এটা সমাধান করে একই গ্রেডে দুইজন বাবুর্চির বেতন নির্ধারণ করে দিতে পারে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক একুশে টিভিকে বলেন, কুক পদে নিয়োগের বিষয়টি ইউজিসির নির্দেশিত। ইউজিসি বলেছে, উপাচার্যের বাসভবনের জন্য ১৮ গ্রেডে এবং কোষাধ্যক্ষের বাসভবনের জন্য ২০ গ্রেডে বাবুর্চি নিয়োগ হবে। যারা আবেদন করতে চায় তারা দুইটাতেই আবেদন করতে পারবে। চাইলেও এটি বদলানোর এখতিয়ার আমাদের নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি