ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবির অর্থ দপ্তরের পরিচালক কাজী নাসিরকে অব্যাহতি

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩, ২ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

আজ মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তর থেকে বিষয়টি জানা যায়। উপাচার্য মহোদয়ের আদেশক্রমে নতুন বছরের পহেলা জানুয়ারি হতে এটি কার্যকর হয়েছে।

এর আগে এ মর্মে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে পহেলা জানুয়ারি হতে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে ২০১৯ সালের ২৩ জুন কাজী নাসির উদ্দিনকে অর্থ পরিচালকের হিসেবে নিয়োগ দেয়া হয়। অর্থ পরিচালক পদে দেড় বছর আগে ২০২১ সালের ২২ জুন তার মেয়াদ শেষ হয়। 

তবে সাবেক ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ তাকে ওই পদে অনির্দিষ্টকালের জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি