ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবি ইতিহাস বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৫, ৩ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

উপাচার্য ইমদাদুল হক বলেন, অ্যালামনাই হলো বিশ্ববিদ্যালয় উন্নয়ন কার্যক্রমের একটি অংশ। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই-এর অনেক ভূমিকা থাকে। তারা ল্যাবরেটরি করে দেয়। যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারেনা তাদেরকে সাহায্য করে থাকে। বিভাগের নানা কাজে সহায়তা করে। এছাড়াও বিভাগের সাথে কাজগুলো করার মাধ্যমে একটা সেতুবন্ধন তৈরি করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার এবং সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক এস এম তানভীর আহমেদ এবং উম্মে সালমা হৃদয়। 

এছাড়াও অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়শনে কলেজের সময়কার শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করার জন্য আহ্বান জানান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরায়জী ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে অ্যালামনাই অ্যাসোসিয়শনের একটি নতুন কমিটি গঠনের আহ্বান করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি