ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি মিনহাজ, সম্পাদক তানজীদ

জবি সংবাদদাতা 

প্রকাশিত : ২২:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আছেন দৈনিক মানবকণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক সংবাদের মাহমুদ তানজীদ।

রোববার (১২ ফেব্রুয়ারি) ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যদের  মধ্যে আছেন সহ-সভাপতি আশিকুল ইসলাম সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক তোহা ইসলাম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিমু, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক মাহতাব হোসেন লিমন। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন তৈমুর খান মবিন, উবায় আল হাসান ও মোশফিকুর রহমান ইমন।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন জাগো নিউজের ইসরাফিল হোসাইন ও ইউএনবির আজিজুল হক রাজু।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি