জবি রোভার স্কাউট গ্রুপের দীক্ষা ক্যাম্প ও তাঁবুবাস অনুষ্ঠিত
প্রকাশিত : ১২:৪২, ১৮ অক্টোবর ২০১৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার আঞ্চলিক রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরে একশোজন সহচরকে তিন দিনব্যাপি ক্যাম্প শেষে দীক্ষা দেওয়া হয়। অনুষ্ঠানে জবি রোভার ইন কাউন্সিলের সাধারণ সম্পাদক এনামুল হাসান কাওসারের সঞ্চালনায় জবি রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার এই দীক্ষা প্রদান করেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পের তাঁবুবাস অনুষ্ঠিত হয়। জবি রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে ও জবি রোভার ইন কাউন্সিলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার মো. মোফাজ্জেল হোসেন। এসময় সাবেক শ্রেষ্ঠ রোভার মেট, শ্রেষ্ঠ সহচর ও জিনিয়াস সহচরকে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে জবি রোভার ইন কাউন্সিলের সদস্যরা নাচ, গান ও নাটক পরিবেশন করেন।
এর আগে গত সোমবার ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
একে//
আরও পড়ুন