ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জবি শিক্ষিকাকে একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ৯ অক্টোবর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ইউনিট-১’ ভর্তি পরীক্ষায় পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে পরীক্ষার হল থেকে পরীক্ষার প্রশ্ন ও উত্তর ব্যাগে নিয়ে বের হওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. ফেরদৌসি খাতুনকে সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।   

সেই সাথে এই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগটি তদন্ত করতে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আতিয়ার রহমানকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ থেকে জানা যায়, গত ২৯শে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইউনিট-১ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার বিধি বহির্ভূত কর্মকাণ্ড করায় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আরজুমন্দ আরা বেগম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহকারী অধ্যাপক ড. ফেরদৌসি খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. ফেরদৌসি খাতুনকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাংলা বিভাগে তার চলমান সকল দায়িত্ব পরীক্ষা সংক্রান্ত সকল কাগজপত্র ও নম্বরপত্র বিভাগীয় চেয়ারম্যানের নিকট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে আরেকটি অফিস আদেশে বলা হয়, বাংলা বিভাগের চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে ড. ফেরদৌসি খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় কিন্তু তার দাখিলকৃত কারণ দর্শানোর নোটিশের জবাব ও তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয় পারষ্পরিক সাংঘার্ষিক হওয়ায় সার্বিক বিষয়টি তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. আতিয়ার রহমানকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত গঠন করা হয়। তদন্ত কমিটির অপর দু’জন হলেন, রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহজাহান এবং সহকারী রেজিষ্টার এডভোকেট রঞ্জন কুমার দাস।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি