ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জমজমাট নতুন টাকার বেচাকেনা (ভিডিও)

প্রকাশিত : ১২:৩৮, ৩ জুন ২০১৯

ঈদ এলেই বেড়ে যায় নতুন টাকার। ঈদের দিন সালমিতে দিতে হবে নতুন টাকা। তাই রাজধানীর  ঈদ মতিঝিল ব্যাংক পাড়া ও গুলিস্থানে জমে উঠেছে নতুন টাকার বেচাকেনা। উৎসবের নানা কেনাকাটার মাঝেও টাকার দোকানেও ভিড় করছেন অনেকেই।

দুয়ারে কড়া নাড়ছে ঈদ।

ঈদের দিন বড়দের কাছ থেকে পাওয়া সালামি ঈদের খুশি আরো বাড়িয়ে দেয়। সালামিতে সবার পছন্দ চকচকে নতুন টাকা। 

তাই তো, ঈদের বাজারের অন্য্য কেনাকাটান পাশাপাশি নতুন টাকার দোকানেও ভিড়।

নতুন টাকার বাজারে যারা ভিড় করছেন তারা বলছেন, শুধু টাকা হিসেবে নয়, ঈদের দিন চকচকে এই টাই ছোটদের খুশি কয়েক গুন বাড়িয়ে দেয়।

হাজার টাকা ভাঙাতে ক্রেতাদের বাড়তি গুনতে হচ্ছে, পঞ্চাশ  থেকে একশ’ টাকা। তার পরও কোন ক্ষোভ নেই কারো।

সারা বছর খুব একটা ব্যাস্ততা না থাকলেও এখন টাকা ব্যবসায়ীদের দম ফেলার সময় নেই।

নতুন টাকার এই পসরা আর এই বেচকেনাা চাঁদরাত পর্যন্ত চলবে, বলেও জানালেন ক্রেতারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি