ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

জমিদার রিয়াজের স্ত্রী ফারিয়াকে নিয়ে ডাকাত লাভলুর মধ্যে দ্বন্দ্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৭ জুলাই ২০১৯

জমিদার হয়ে ছোট পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বি হয়ে সালাউদ্দিন লাভলু আসছেন ডাকাত হয়ে। তাদের মধ্যে তুমুল দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্ব শবনম ফারিয়াকে নিয়ে।

আসছে কোরবানির ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে টেলিছবি ‘জমিদার’। এখানে এভাবেই উপস্থিত হবেন তারা।

এস এ হক অলিক পরিচালিত টেলিছবিটির শুটিং গত ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত গাজীপুরের মাওনায় হয়েছে।

পরিচালক জানান, গল্পে রিয়াজ একজন জমিদার। তার পূর্বপুরুষরাও জমিদার ছিলেন। এখনও সেই সম্মান ও প্রতিপত্তি তাদের রয়েছে। এখনও সেভাবেই চলাফেরা করেন তিনি। ওই এলাকার এক কুখ্যাত ডাকাত একদিন জমিদার বাড়িতে ডাকাতি করতে আসে। তারপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়।

শবনম ফারিয়া বলেন, ‘টেলিছবিতে ডাকাতি করতে এসে আমাকে তুলে নিয়ে যান ডাকাত লাভলু ভাই। এই নিয়ে জমিদার ও ডাকাতের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয়।’
টেলিছবিটি আসন্ন কোরবানির ঈদে প্রচার হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি