জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা বাংলাদেশের
প্রকাশিত : ১৬:৩৫, ২৩ এপ্রিল ২০২৫

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে জোরালোভাবে নিন্দা জানায় বাংলাদেশ। বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এ নিষ্ঠুর সহিংসতার ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ।
বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে তার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলি চালায়। তাতে এখন পর্যন্ত ২৭ জনের নিহতের খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র এএফপিকে বলেছে, নিহত মানুষের সংখ্যা অন্তত ২৬।
এসএস//
আরও পড়ুন