ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জম্মু-কাশ্মীর সীমান্তে নিখোঁজ ভারতীয় সেনার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২৫ নভেম্বর ২০১৭

ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ অঞ্চল জম্মু-কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনা সদস্যের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। গত সন্ধ্যা থেকে নিখোঁজ এ সেনা সদস্যের নাম ইরফান আহমেদ দার (২৩)। তিনি ওই অঞ্চলে ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন।

আজ সকালে স্থানীয় পুলিশ ইরফানের মরদেহ উদ্ধার করে। তার শরীরে গুলিবিদ্ধ হবার আলামত পাওয়া গেছে। সীমান্ত রেখার (লাইন অফ কন্ট্রোল) কাছাকাছি গুরেজ নামক এলাকায় এ মরদেহ পাওয়া যায়।

ভারতীয় সেনাবাহিনীর এক উর্ধতন কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, গতকাল সন্ধ্যায় গাড়ি নিয়ে বের হয় ইরফান। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। আজ সকালে তার লাশ পাওয়া যায়। এর ১কি.মি দূরে তার সাথে থাকা গাড়িটিও পাওয়া যায়।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুব মুফতি ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।

চলতি বছরে কাশ্মীরে ভারতীয় সেনা নিহতের এটি তৃতীয় ঘটনা। এর আগে মে মাসে গুলগাম জেলার এক বিয়ের অনুষ্ঠান থেকে অপহরণ করা হয় লেফটেন্যান্ট ওমর ফয়েজ। পরে এই এলাকাতেই তার লাশ পাওয়া যায়।পরবর্তীতে গত সেপ্টেম্বরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি বিএসএফ এর সদস্য মো.রামজান পাররে-কে গুলি করে হত্যা করে আততায়ীরা।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি