জয়-ববির সঙ্গে এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূরের ছবি, যা জানা গেল
প্রকাশিত : ১৩:০০, ৯ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:০১, ৯ মার্চ ২০২৫

গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যার যুগ্ম সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর৷ এই প্রেক্ষাপটে সম্প্রতি শেখ হাসিনা পুত্র জয় এবং শেখ রেহানা পুত্র ববির সঙ্গে বসা হুমায়রা নূরের দাবিতে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হচ্ছে৷
ওই ছবির ক্যাপশনে লেখা ‘শেখ হাসিনা পুত্র জয় এবং শেখ রেহানা পুত্র ববির মাঝখানে বসে আছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হুমায়রা নুর। জাতীয় নাগরিক পার্টি আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্লাটফর্ম।’
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অ্যাডভোকেট হুমায়রা নূর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে নন, যুগ্ম সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন এবং সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সাথে ভিন্ন একজন নারীর ছবি হুমায়রা নূরের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে Neel Hurerzahan নামক ফেসবুক প্রোফাইলে গত ০৭ মার্চ প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ছবির নারীর পরিচয় সম্পর্কে জানা যায়। এছাড়া, উক্ত পোস্ট ব্যবহৃত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া গেছে।
পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি তার (পোস্টদাতার); অর্থাৎ ছবিটি নীল হুরেজাহান নামক ব্যক্তির, হুমায়রা নূরের নয়। পেশাগতভাবে তিনি একজন উপস্থাপিকা। কর্মক্ষেত্রে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে ছবিতে থাকা ব্যক্তিদের সাথে আনুষ্ঠানিকভাবে তার ছবিটি তোলা হয়েছিল।
পরবর্তীতে, ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর তরুণদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দিলেন জয় | Joy Bangla Youth Award 2023’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে অনুষ্ঠানের উপস্থাপিকা ও সজীব ওয়াজেদ জয়কে আলোচিত ছবিটির অনুরূপ পোশাকে দেখা যায়৷
নীল হুরেজাহানের ও হুমায়রা নূরের ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি পর্যবেক্ষণ করে নিশ্চিত করা যায় যে তারা দুইজন ভিন্ন ব্যক্তি৷ অর্থাৎ, আলোচিত ছবিটি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূরের নয়৷
এএইচ