ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ২৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৮:২০, ২৯ ডিসেম্বর ২০২৪

জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল একুশে টেলিভিশন-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান শুরুর আগে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং  ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তাসনোভা মাহবুব সালাম। এছাড়াও জমকালো এই আয়োজনে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘একুশে টেলিভিশন সবসময় বাংলাদেশের কৃষ্টি-কালচার ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে । এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের গভীরভাবে স্মরণ করেন ।’

একুশে টিভির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম বলেন,  ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স পুরষ্কার সত্যি সুন্দর আয়োজন , সবাই মিলে একসাথে কাজ করবো।

সঙ্গীত, সাংবাদিকতা ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননার পুরস্কার পেয়েছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীন, অভিনয় শিল্পী জয়া আহসান ও সৈয়দ আলমগীর।

এক প্রতিক্রিয়ায় বেবী নাজনীন বলেন, ‘সিজেএফবি শিল্পীদের সঙ্গে সব থেকে বেশি সম্পৃক্ত।’

জয়া আহসান বলেন, ‘সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা সবসময় পেয়েছেন।’ এসময় একুশে টেলিভিশন ও সিজেএফবি ধন্যবাদ জানান তিনি ।

বেস্ট শিল্পী (নারী) অ্যাওয়ার্ড পেয়েছেন নাজমুম মুনিরা ন‍্যান্সি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কথা বলার জন্য সব ধরনের হেনস্তার সম্মুখীন হতে হয়েছে তাকে।’

বেস্ট শিল্পী (পুরুষ) অ্যাওয়ার্ড পেয়েছেন রিয়াদ এবং তানজিদ সরোয়ার। বেস্ট গীতি কবি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন আসিফ ইকবাল।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি