ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাকিরের পরপরই ফিরলেন শান্তও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২২ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:১০, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মাত্র দুই বলের ব্যবধানে ফিরতে হলো বাংলাদেশের ওপেনিং জুটিকে। মিরপুর টেস্টের প্রথম ঘণ্টা নিরাপদে কাটিয়ে দেয়া এই জুটি ভাঙে জাকিরের আউটের মধ্য দিয়ে। এরপর দুই বল যেতে না যেতেই ফিরে যান শান্ত।

১৪.৫ ওভারে দুই বাঁহাতি ওপেনার করেছেন ৩৯ রান। ৪৭ বলে তিন চারে ২৪ রান করেন শান্ত। আর ১ চারে ৩৪ বলে জাকিরের রান ১৫।

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বছরের শেষ টেস্টে দলে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। ইয়াসির আলির জায়গায় দলে ফিরেছেন মুমিনুল হক। এবাদত হোসেনের জায়গা নিয়েছেন তাসকিন আহমেদ।

চোটের জন্য ঢাকা টেস্ট থেকে ছিটকে যান এবাদত হোসেন। তার বদলি হিসেবে ১১ টেস্ট খেলা তাসকিন প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট খেলতে নামছেন।

এদিকে শেষ ম্যাচে তিনে নামা ইয়াসির আলী চৌধুরীর বাজে পারফরম্যান্সের জন্য কপাল খুলেছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক) শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রিশভ পান্ত, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেভ উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি