ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘জাগগা জাসুস’ অভিনেত্রীর ঝুলন্ত লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ছবিজাগগা জাসুস’–এর অভিনেত্রী বিদিশা বেজবারুয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় গুরগাঁওয়ের পশ সুশান্ত লক এলাকায় তাঁর বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। বিদিশা অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী এবং স্টেজ শো উপস্থাপনা করতেন।

পুলিশের বরাত দিয়ে ভারতের এনডিটিভি অনলাইন জানিয়েছে, গুরগাঁও এর ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিদিশার লাশ পাওয়া যায়। বিদিশার বাবা তাঁকে বারবার ফোন করার পরও ফোন না ধরায় তাঁর সন্দেহ হয়। তিনি পুলিশকে বিদিশার ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানান। পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়।

ওই অভিনেত্রীর বাবা পুলিশকে জানিয়েছেন, বিদিশা প্রেম করে বিয়ে করেছিলেন এবং তাঁর স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার তদন্তে তাঁর মোবাইল ফোন, ফেসবুক স্ট্যাটাস ও সামাজিক যোগাযোগমাধ্যমের কথোপকথনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি