ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ১৬ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:১৭, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি ভাষণ দেওয়া শুরু করেন।

এর আগে আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং তিমুর লেস্তের প্রেসিডেন্ট।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

মহান বিজয় দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি