ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলে আত্মসমর্পন করবেন অ্যাসাঞ্জ

প্রকাশিত : ১৫:২৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:২৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬

assangeশুক্রবার প্রকাশ হতে যাওয়া জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলে যুক্তরাজ্যের কাছে আত্মসমর্পন করবেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন, ইউকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দুই সুইডিশ নারীর করা যৌন নিপীড়নের মামলায় ২০১০ সালে তাকে আটক করে যুক্তরাজ্য পুলিশ। এরপর বেশ কিছু কঠিন শর্তে জামিন পান আলোচিত এই ব্যাক্তি। জামিনে থাকা অবস্থায় ২০১২ সালের জুনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। এরপর ২০১৪ সালে বিনা বিচারে আটকের অভিযোগ করলে ঘটনার তদন্তে নামে জাতিসংঘের তদন্ত সংস্থা ইউজিএডি। ইউকিলিকসের মাধ্যমে, ২০১০ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক গোপন ও স্পর্শকাতর দলিল প্রকাশ করে আলোচনায় আসেন অ্যাসাঞ্জ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি