ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও দুরপাল্লার ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ১২:৩৭, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৩৭, ৩ আগস্ট ২০১৬

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই সপ্তাহের মাথায় আবারও দুরপাল্লার ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৮টার দিকে পশ্চিমের শহর হুয়াংজি থেকে এ ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়। তবে এর ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এ ঘটনাকে জাপানের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এর আগে গেল ১৯শে জুলাই ৫শ’ থেকে ৬শ’ কিলোমিটার পাল্লার মিসাইল ছুঁড়ে উত্তর কোরিয়া।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি