ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জাতিসংঘের বিবৃতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে : মিয়ানমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ৮ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে গত সোমবার একটি বিবৃতি দিয়েছিলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অতিরিক্ত ক্ষমতা চর্চা বন্ধের আহ্বান জানানো হয়। একইসঙ্গে রাজ্যটিতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তবে এ বিবৃতি পছন্দ হয়নি মিয়ানমারের।

এ বিষয়ে মিয়ানমার জানিয়েছে, মিয়ানমারে সর্বশেষ সংঘাতে পালিয়ে বাংলাদেশে আসা ছয় লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেওয়ার আলোচনাকে ’মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ করবে এ বিবৃতি। মিয়ানমারের কার্যত নেতা অং সান সু চির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়।

নিরাপত্তা পরিষদের এই বিবৃতির জবাবে সু চির কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমার ও বাংলাদেশ যে সংকট পার করছে, তা কেবল দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে নিরসন করা সম্ভব।

বিবৃতিতে আরো বলা হয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের আলোচনা চলছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে মিয়ানমার সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ১৬ থেকে ১৭ নভেম্বর তার মিয়ানমার থাকার কথা রয়েছে।

এদিকে মাহমুদ আলীর সম্ভাব্য মিয়ানমার সফরের একদিন আগে বাংলাদেশ সফরে আসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার সফরের অন্যতম আলোচ্য বিষয় রোহিঙ্গা সংকট। 

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে নির্বিচার হত্যাযজ্ঞের শিকার হয় বিভিন্ন বয়সী রোহিঙ্গারা। প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আসছে তারা। এতে চরম মানবিক সংকট তৈরি হয়েছে মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। জাতীসংঘসহ আন্তর্জাতিক মহলের চাপেও রোহিঙ্গাদের মাতৃভূমিতে নেওয়ার বিষয়ে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার।

সূত্র : রয়টার্স

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি