ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিলেন হাবিপ্রবির জাবেদ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৪, ১৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৩ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী জাবেদ আরেফিন। 

গত ১১ অক্টোবর জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের অধীনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তিনি যোগদান করেছেন।
 
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যোগ দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে হাবিপ্রবি’র সাবেক শিক্ষার্থী জাবেদ আরেফিন বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করা, দেশের জন্য গৌরব বয়ে আনা। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে এসে যখন এই বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা উড়তে দেখি, জলপাই কালারের ইউনিফর্ম পরে যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, তখন অসম্ভব ভালো লাগে।”

“যখন দেখি কঙ্গোলিজরা আমাদের বাংলায় গান গায়, বাংলায় কথা বলে, বাংলাদেশের কথা বলে, নিজেদের বাচ্চাদের নাম আমাদের নামে রাখে তখন স্বজনবিহীন এতটা দূরে থাকার সকল কষ্ট ভুলে যাই।”
 
বিশ্ববিদ্যালয়ের অনুজদের উদ্দেশ্য তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে স্নাতক পাস করেও সেনাবাহিনীতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ইঞ্জিনিয়ারিং অনুষদ, সিএসই অনুষদ, ডিভিএম ও বিবিএ থেকে সেনাবাহিনীতে আবেদন করা যায়। যদি কারো স্বপ্ন থাকে দেশ মাতৃকার জন্য কাজ করার, বুকে থাকে দুর্বার সাহস, যদি রাজি থাকে সকল ত্যাগে, দেশের প্রয়োজনে এগিয়ে আসতে চায় সবার আগে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে স্বাগত।”

উল্লেখ্য, জাবেদ আরেফিন হাবিপ্রবি থেকে ২০১৮ সালে স্নাতক পাস করার পর ২০১৯ সালে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে সহকারি পরিচালকের দায়িত্বে চাকরি শুরু করেন। পরবর্তীতে সেখান থেকে তিনি বাংলাদেশ আর্মিতে সুযোগ পেলে বিএমএ-তে ট্রেনিং এর জন্য জয়েন করেন। 

ট্রেনিং শেষে সরাসরি ক্যাপ্টেন হিসেবে টাংগাইলের ঘাটাইল সেনানিবাসে যোগদান করেন। এরপর ২০২০ সালের মে মাসে পার্বত্য চট্টগ্রামে ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় বান্দরবন অঞ্চলে বিজিবিতে ক্যাম্প কমান্ডার হিসেবে যোগদান করেন। 

বিজিবিতে থাকাকালীন পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানের পাশাপাশি দেশের বান্দরবন-মিজোরাম সীমানার সার্বভৌমত্ব নিশ্চিতকরণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সবশেষে ২০২২ সালের ১১ অক্টোবরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যোগদান করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি