ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

জাতীয় ইমাম সম্মেলন ৩০ অক্টোবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২৯ অক্টোবর ২০২৩

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আগামী ৩০ অক্টোবর জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

সেখান থেকে জাতীয় ইমাম সম্মেলন ২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনও করবেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে ইমাম-মুয়াজ্জিনদের কী ধরনের ভূমিকা হতে পারে, সে বিষয়ে সম্মেলনে দিকনির্দেশনা দেওয়া হতে পারে। দেশে মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার সঙ্গে জড়িত প্রায় ৮০ হাজার আলেম-উলামা। সরকার তাঁদের প্রতি মাসে সাড়ে পাঁচ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সম্মানি ভাতা দিয়ে থাকে।

এসব শিক্ষক ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন। মূলত সেসব ইমামকেই এবারের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, ‘আগামী ৩০ অক্টোবর জাতীয় ইমাম সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সেখানে এমপি-মন্ত্রী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অন্তত এক লাখ মানুষের সমাগম হবে। সেখান থেকে ষষ্ঠ পর্যায়ের আরো ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি