ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় এসএমই মেলার উদ্বোধন আগামীকাল

প্রকাশিত : ১৫:১০, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:১০, ২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

SME Fairক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগতাদের ব্যবসায়িক উন্নয়নের লক্ষে শুরু হতে যাচ্ছে চতুর্থ জাতীয় এসএমই মেলার। আগামী ৩রা এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিন ব্যাপী মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগতাদের পণ্যের বাজারজাত করণে সহায়তার লক্ষে এবারের মেলায় প্রায় দুইশটি স্টল বরাদ্ধ করা হয়েছে। এছাড়া সারা দেশের শিল্প উদ্যোগতাদের জন্য সাতটি বিভাগীয় শহরেও মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হবিবুল্লাহসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি